ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি ৫০ শয্যাবিশিষ্ট সরকারী হাসপাতাল। অন্তঃবিভাগ ছাড়াও বহিঃবিভাগে সপ্তাহে ৬দিন (শুক্রবার ও সরকারি ছুটি ব্যতীত) রোগীদের চিকিৎসা দেয়া হয় এবং জরুরী বিভাগে ২৪ ঘন্টা আগত রোগীদের সেবা দেয়া হয়। EPI কর্নারে নবজাতক, প্রসূতি মা এবং করোনার টিকাদান করা হয়। NCD কর্নারে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের নিয়মিত ফলো আপ করে চিকিৎসা দেয়া হয় এবং DOTS কর্নারে যক্ষ্মা রোগীদের বিনামূল্যে কফ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। প্যাথোলজি ল্যাবে নিয়মিত রক্ত, প্রস্রাব পরীক্ষাসহ এক্স রে এবং আল্ট্রাসাউন্ড করেও রোগ নির্ণয় করা হয়।
মাঠ পর্যায়ে ইউনিয়ন সাব সেন্টার আছে ৪টি এবং ১০টি কমিউনিটি ক্লিনিকও রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS